#যুক্তরাজ্য

মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে এপ্রিল থেকে।

এপ্রিল থেকে যুক্তরাজ্যে প্রয়োগ শুরু হবে মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিন। ব্রিটেনে বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ভ্যাকসিন প্রদান চলছে। এরইমধ্যে মডার্নার ১৭ মিলিয়ন ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে ব্রিটেন। এই ভ্যাকসিন শতকরা ৯৪ শতাংশ কার্যকর। ডাউডেন জানিয়েছেন, এপ্রিল মাসেই এই ভ্যাকসিন আসবে বৃটেনে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৫ এপ্রিলের মধ্যেই ৫০ বছরের বেশি বয়স্ক সকলকে ভ্যাকসিন প্রদান করা। একইসঙ্গে জুলাই মাসের মধ্যে সকল প্রাপ্ত বয়স্ককে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছিল।

তবে এ মাসের প্রথম দিকে বৃটিশ মন্ত্রীরা নিশ্চিত করেন যে, ভ্যাকসিন সরবরাহের গতি এপ্রিলে কমে আসবে। তারপরেও সরকার নিশ্চিত যে, যারা প্রথম ডোজ ভ্যাকসিন দিয়েছেন তারা ১২ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিতে পারবেন।

যুক্তরাজ্য সবচেয়ে বেশি ভ্যাকসিন অর্ডার করেছে অ্যাস্ট্রাজেনেকা থেকে। এটি ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভ্যাকসিন সরবরাহ করবে দেশটিকে। এরপরেও আরো ৪ কোটি ডোজ ফাইজারের ভ্যাকসিনের অর্ডার করেছে ব্রিটেন। এখন মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিনও প্রয়োগ হতে যাচ্ছে দেশটিতে। এই ভ্যাকসিনেও ফাইজারের ভ্যাকসিনের মতো আরএনএ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এরইমধ্যে এটির অনুমোদন দিয়েছে বৃটিশ মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *