ওয়েলসে লকডাউন প্রত্যাহার।
যুক্তরাজ্যের মধ্যে ওয়েলসই প্রথম অঙ্গরাজ্য যেটা শনিবার থেকে লকডাউন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে । নিজ সীমান্তের মধ্যে ভ্রমন নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ায় সমূদ্র সৈকতসহ পর্যটন এলাকাগুলোতে মানুষের সমাগম দেখা যায়।
আগামী বৃহস্পতিবার পরবর্তী পর্যালোচনা শেষে ওয়েলসের বাইরে ভ্রমনের অনুমতি দেয়া হবে। আগামী ১২ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা বয়েছে।
পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা লকডাউন শিথিলের পক্ষে। ব্যবসায়ীরা ভ্রমনকারীদের নিজেস্ব ব্যবস্থাপনায় ভ্রমনের সুযোগ দিতে চান । তারা প্রত্যাশা করছেন আগামী সামারে ওয়েলসের পর্যটন এলাকাগুলোতে লোকজনের সমাগম ঘটবে।
বর্তমানে ভিন্ন পরিবারের ৬ জন ঘরের বাইরে দেখা করার সুযোগ দেয়া হয়েছে। যা আগে ছিলো মাত্র ৪ জন।
১৮ বছরের কম বয়সীদের বাইরে খেলাধূলা করার সুযোগ সৃস্টি করা হয়েছে। নতুন নিয়মে ওয়েলসের ঐতিহাসিক স্থান এবং উদ্যোনে সীমিত আকারে ভ্রমন করা যাবে।
সরকারের বিধিনিষেধ মেনে নিজের দায়িত্বশীল ভূমিকা পালন করতে জনগনের প্রতি আহবান জানিয়েছে ওয়েলস পুলিশ।





