#সিলেট বিভাগ

গোলাপগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ।

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার হেফাজতের হরতালের সমর্থনে বাদ আছর পৌর শহরের চৌমুহনীতে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪জন পুলিশ ও বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন। বিএনপির আহত ৬ নেতাকর্মী হলেন, নুরুজ্জামান জুবেল, আশরাফুল মুবিন মাহফুজ, নাছির আহমদ, আলী হোসেন, আব্দুর রহমান, আবেদ আহমদ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের প্রতিহত করে। এতে ৪জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *