ফ্রান্সে হালাল তরিকায় পশু জবেহ নিষিদ্ধ !
ফ্রান্সে মুসলিমদের জন্য ধর্ম পালন দিন দিন কঠিনতর হয়ে উঠছে। ফরাসি সরকার আইন করে পশু জবেহ নিষিদ্ধ করতে যাচ্ছে। নতুন এ আইনটি কার্যকর হলে আগামী জুলাই থেকে ইসলামি পদ্ধতিতে পশু জবেহ করা যাবে না।
ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ বেলজিয়ামের মতো হালাল মাংসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ দেশটির শহরতলিতে একটি হালাল সুপার মার্কেটকে মদ ও শূকরের পণ্য বিক্রি করতে বাধ্য করেছে।
মুসলিম নেতারা তাদের উদ্বেগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালকে জানিয়েছেন কিন্তু এ ব্যাপারে কোনো জবাব আসেনি। বিষয়টি নিয়ে দেশটির মুসলিম নেতারা ইহুদি নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। ইহুদি ধর্ম অনুসারে ধর্মীয় বিধি বিধান মেনে পশু জবেহ করতে হয়। ফরাসী কৃষি ও খাদ্য মন্ত্রণালয় গত বছরের ২৩শে নভেম্বর মুসলিম আইনে মুরগি জবেহর বিল সংসদে উত্থাপন করা হয়। নতুন নিয়মের সাথে সামঞ্জস্য রেখে ২০২১ সালের জুলাই পর্যন্ত ফ্রান্সে পোল্ট্রি, পশুর ইসলামিক জবেহ নিষিদ্ধ হতে যাচ্ছে।





