#দেশের খবর

মোদিকে আসতে দেয়া হবে না !

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে ঘোষণা করেছে ইসলামি দলগুলোর নেতারা।

গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম চত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয় নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকাররমে ফিরে আসে।

সমাবেশে মাওলানা আব্দুর রব ইউসুফী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আহমদ আলী কাসেমী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়। প্রায় আধঘন্টা ধরে বিক্ষোভ করে পুলিশি ব্যারিকেডের মধ্যেই তাদের নেতাকর্মীরা কর্মসুচী শেষ করেন। জুমার নামাজের আগ থেকে পল্টনমোড়ে ও দৈনিক বাংলা মোড়ে কড়া পাহারা বসায় পুলিশ। চারদিক থেকে যান ও জন সাধারণের চলাচলের উপর নিয়ন্ত্রণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *