#আন্তর্জাতিক

ফ্রান্সে আবারও লক ডাউন।

করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই তৃতীয় তরঙ্গের আবির্ভাব ফ্রান্সে। গত ২৪ ঘন্টায় ৩৫,০০০ নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে ফ্রান্সে। এরমধ্যে সিংহভাগ আক্রান্তের সংখ্যাই প্যারিসে। এখন পর্যন্ত প্যারিসে ১২০০ রোগীকে ইনটেনসিভ কেয়ারে নেয়া হয়েছে।

ফরাসি প্রধান মন্ত্রী ঝন ক্যাস্টিক্স প্যারিস সহ ফ্রান্সের ১৬টি এলাকায় শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে লক ডাউন ঘোষণা করেছেন, যার আওতায় আসবে প্রায় ৩৫ মিলিয়ন অধিবাসী। তবে এবারের লক ডাউন পূর্বের থেকে কিছুটা শিথীল থাকবে।

স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেড়ান বলেন, আমরা খুব সম্ভবত করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গের মধ্যে পড়তে যাচ্ছি। গত নভেম্বর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও, এখন আবার অবনতি হচ্ছে। বিগত ২৪ ঘন্টায় সমস্ত দেশে ৩৫,০০০ নতুন রোগী সনাক্ত হয়েছে যা খুবই আশঙ্কাজনক।

এবারের লক ডাউন আগের মত অতটা কঠিন হবে না। অতি প্রয়োজনীয় ব্যবসা কেন্দ্র ছাড়া বাকী সব বন্ধ থাকবে। খোলা থাকছে স্কুল। নাগরিকরা শরীর চর্চার জন্যে পার্কে বা খোলা ময়দানে যেতে পারবেন, তবে তা ঘর হতে ছয় মাইলের মধ্যে হতে হবে। এক শহর থেকে অন্য শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে। শুধু মাত্র জরুরী কাজের ক্ষেত্রে এই নিয়ম শিথীল যোগ্য, তবে ভ্রমণের পূর্বে সরকার প্রদত্ত নির্দিষ্ট ফর্মে কারণ দর্শাতে হবে।

তথ্যসূত্রঃ বিবিসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *