#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারের ৩০টি স্কুল করোনা ভাইরাসে আক্রান্ত !

লক ডাউনের লম্বা অবসরের পর সরকারী নির্দেশনায় গত ৮ মার্চ ইংল্যান্ডের সকল স্কুল খুলে দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনেই পূর্ন উদ্যমে স্কুলগুলি ছাত্র-ছাত্রীদের গ্রহণ করে নেয়। শিক্ষক-অভিভাবক সকলেই অনেকটা সস্থির নিঃশ্বাস নেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে যেতে দেখে।

কিন্তু এই সস্থি বেশিদিন স্থায়ী হয়নি। গত সপ্তাহ শেষ হতে না হতেই বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও কর্মীরা কভিড-১৯ এ আক্রান্ত হয়ে পরে। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ বাকীদের সেল্ফ আইসোলেশনে পাঠায়।

মঙ্গলবার (১৬ মার্চ) পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের ৩০টি স্কুলের কভিড-১৯ এর সংক্রামণের খবর পাওয়া গেছে।
শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী মিলিয়ে প্রায় শ-খানিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ বাকীদেরকে সেল্ফ আইসোলেশনে ঘরে পাঠিয়ে দেন।

এখন পর্যন্ত প্রতিটি স্কুলের দুটি একটি ক্লাস সেল্ফ আইসোলেশনে গেলেও, এর সংখ্যা বৃদ্ধি পেতে খুব একটা সময় লাগবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত যতগুলি রোগী শনাক্ত হয়েছে, তার প্রায় সবগুলিই ধরা পড়েছে স্কুলগুলিতে প্রদত্ত রেপিড টেস্টিং কিটের মাধ্যমে। কোন শিক্ষার্থীর মধ্যে রোগের উপসর্গ দেখা দিলে, সাথে সাথে স্কুলের পক্ষ থেকে টেস্টের ব্যবস্থা নেয়া হচ্ছে। হাই স্কুল ও কলেজগুলিতে রেপিড টেস্টিং পদ্ধতি কার্যকর ও সহজ হলেও, প্রাইমারিতে তা করা যাচ্ছে না। অল্প বয়সী শিক্ষার্থীদের দেহে লক্ষণ থাকা সত্ত্বেও, অনেক সময় অভিভাবকের অনুমতি ছাড়া টেস্ট করা যাচ্ছে না। তাছাড়া ছোট শিশুরাও যথেষ্ট অনাগ্রহী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *