সিলেটের হাসপাতালগুলোতে ফের বাড়ছে করোনা রোগী সংখ্যা !
সিলেট নগরীতে করোনাভাইরাসের সংক্রমণ বিগত কয়েক মাস কম থাকলেও মার্চ থেকে ফের বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সিলেটের করোনা আইসোলেশন সেন্টার, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও আইসিইউতে বেড়েছে রোগীর সংখ্যা। এছাড়া ভিড় বাড়ছে অন্যান্য বেসরকারি হাসপাতালেও। একই সাথে বাড়তে শুরু করেছে রোগী সামলানোর চাপ।
এদিকে টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে সংক্রমণের হারের সাথে সাথে বিপদও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখন থেকে যদি সচেতনতা বাড়ানো না যায়, তবে ফের করোনা ছড়িয়ে পড়তে পারে। কাজেই মানুষকে মাস্ক পরতে হবে, ঘনঘন হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। নাহলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে বলে সাবধান করেছেন তারা।
সবশেষ গতকাল রবিবার বেলা ১টা পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ৪১ জন রোগী ভর্তি রয়েছেন। যাদের মধ্যে ২০ জন করোনা পজিটিভ। এদের ১১ জনকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বাকি ২১ জন রোগী করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।





