#সিলেট বিভাগ

এমপি সামাদের জানাযা আজ।

প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর মরদেহ আজ (১২ মার্চ) শুক্রবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা খেলার মাঠে আনা হবে। সেখান থেকে মরহুমের লাশ তার নুরপুরস্থ বাড়িতে জনসাধারণের দেখার জন্য বিকাল ৪ টা পর্যন্ত রাখা হবে।

বিকেল ৫ টা ১৫ মিনিটে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। নামাজের জানাযা শেষে মরহুমের লাশ তার নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ আসনে পর পর ৩ বার আওয়ামীলীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ আসনে ৫ বার আওয়ামীলীগের সংসদ সদস্য মনোনয়ন পান। এ ছাড়াও তিনি সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিবের দায়িত্ব পালন করেন।

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর খবর নির্বাচনি এলাকায় ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকা ও দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। মরহুমের বাড়িতে দলীয় নেতা- কর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুর পূর্ব পর্যন্ত উন্নয়নের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে ছিলেন বিশেষ করে কোভিড-১৯ চলাকালীন সময়ে পুরো ১ বছর জনগণের পাশে থেকে ত্রাণ তৎপরতা, চিকিৎসা সহ মানুষকে সূরক্ষিত রাখতে নিরলস ভাবে কাজ করেছেন।
তিনি গত ৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থান করছিলেন।

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে দলীয় নেতা- কর্মী সহ এলাকার জনসাধারণ বাকরুদ্ধ হয়ে পড়েন। এদিকে মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি গত ৭ মার্চ অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর, তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *