ইস্ট লন্ডনে ৮তলা থেকে পড়ে যাওয়া বাচ্চাটি এখনো জীবিত !
আজকে ২৭শে জুলাই সন্ধ্যা ৭ টায় বাঙালী অধ্যুষিত ইস্ট লন্ডন এলাকার, ইস্ট ইন্ডিয়া ডক রোডের একটি এপার্টমেন্টের ৮ম তলা থেকে ২বছরের একটি বাচ্চা পড়ে যায়। খবর পেয়ে দ্রুত এম্বুলেন্স ও পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের দেওয়া এক প্রেস রিলিজে জানা যায় বাচ্চাটির অবস্থা এখনো স্থিতিশীল।

উল্লেখ্য আজকে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডনের রাস্তায় পড়ে যাওয়া একটি বাচ্চার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যেহেতু ঘটনাটি বাঙালী অধ্যুষিত এলাকায় তাই বিভিন্ন ধরনের কল্পনাপ্রসূত বিভ্রান্তি মূলক কথা ছড়িয়ে যায়।
তবে, পুলিশ বলছে তারা এই মুহূর্তে এই রাস্তাটি বন্ধ রেখেছে। তদন্তের আগে তারা কিছুই বলতে পারবে না।
ছবিতে শিশুটির মা’কে আহাজারী করতে দেখা যাচ্ছে।





