#গ্রেটার ম্যানচেস্টার

ম্যানচেস্টারের সফল নারী উদ্যোক্তা সাঈদা সাথি।

উৎসাহ ও কর্মস্পীহা একজন মানুষকে সাফল্যের দোর গোড়ায় পৌঁছে দেয় নিঃসন্দেহে। পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনা সকল অবধারিত বাঁধাকে অতিক্রম করতে সাহায্য করে। বর্তমান বিশ্বে প্রযুক্তির কল্যাণে ঘরে বসেও যে সফল উদ্যোক্তা হওয়া যায়, তার উদাহরণ অনেক আছে। বিশেষ করে নারীরা এই ক্ষেত্রে বিপুল সাফল্য অর্জন করেছেন। ম্যানচেস্টারের সাঈদা সাথি তেমনই একজন সফল নারী উদ্যোক্তা।

২০২০ সালের গোড়ার দিকে মাত্র ১২০ পাউন্ড এ ৮০ টি হিজাব বা স্কার্ফ সম্বল করে যার যাত্রা শুরু হয়েছিল, সেই বাণিজ্য আজ কয়েক হাজারে গিয়ে ঠেকেছে। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বিপণন ব্যবস্থার মাধ্যমে সাঈদা সাথি তার ভার্চুয়াল প্রতিষ্ঠান ‘সাঈদা বুটিক’ কে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। একজন গৃহিনীর পক্ষে এই অর্জন নেহাতই মন্দ নয়। ঘর সংসারের পাশাপাশি গৃহে থেকেই বাড়তি আয়ের এই ব্যবস্থা একজন নারীকে শুধু অথনৈতিক ভাবেই সাবলম্বী করে না, বরং বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস।

এই বিষয়ে সাঈদা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরে বসে কিছু করবো। কিন্তু শুরুটা কিভাবে হবে, তাই নিয়ে সংশয় ছিল। ম্যানচেস্টারের এমন অনেক নারী উদ্যোক্তা আছেন যারা সফল ভাবে ফেসবুকে ব্যবসা পরিচালনা করছেন। তাদের মাধ্যমেই উৎসাহিত হয়ে আমি আমার ব্যবসা শুরু করি। প্রথম প্রথম অনেক কিছুই বুঝতাম না। পণ্য সংগ্রহ থেকে শুরু করে বিপণন, বিজ্ঞাপন ও সরবরাহ, প্রায় প্রত্যেকটি ধাপ আমাকে শিখতে হয়েছে। অনেক ধৈর্য্য নিয়ে, পরিশ্রমের মাধ্যমে আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমার প্রতিটি পদক্ষেপে উৎসাহ ও সহযোগিতা করেছেন আমার স্বামী সৈয়দ আমিনুর রহমান (সাদি)। তিনি একজন স্বাস্থ্যকর্মী। এই মহামারীর সময়েও উনি তার কাজের ফাঁকে ফাঁকে আমাকে সর্বাত্মক সাহায্য করে গেছেন।’

সাঈদা তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলেন, করনা মহামারী শেষ হয়ে গেলে, তিনি একটি বুটিক হাউজ খুলতে চান। বর্তমানে তিনি মহিলাদের বিভিন্ন মনিহারী পণ্য, শাড়ী, হিজাব, ড্রেস সহ আরও অনেক ধরণের ব্যবহারি দ্রব্যদি অনলাইনে সরবরাহ করছেন। আগামীতে অনলাইন ব্যবসার পাশাপাশি সরাসরি বিক্রয়ের ব্যবস্থা করতে চান।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *