৫০০ বৎসরের পুরনো বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ।
গ্রেটার ম্যানচেস্টারের মস্টনে অবস্থিত অতি প্রাচীন একটি ভবনকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার কাউন্সিল।
১৫০২ সালে কাঠ ও সুড়কির মাধ্যমে ‘হাউ হল’ নামের এই বিল্ডিংটি তৈরী করেন ব্যবসাহী হিউ শার্লক। ৫০০ বৎসরের পুরনো এই বিল্ডিংটি গ্রেটার ম্যানচেস্টারের অন্যতম একটি প্রাচীন ভবন বলে স্বীকৃত। গ্রেড -২ লিস্টেড এই ভবনটি অতীতে অনেক ধরণের কাজে ব্যবহৃত হয়েছে। শুরুতে ফার্ম হাউস হিসেবে যাত্রা করলেও, পরবর্তীতে মালিক বদলের সাথে সাথে এর পরিধিও বিস্তৃত হয়েছে। শেষ কয়েক বছর কমিউনিটি হল হিসেবে ব্যবহৃত হওয়ার পর এর বর্তমান মালিক রক্ষনা বেক্ষন ব্যয় সাপেক্ষ হওয়ায় বন্ধ করে দেন।
পরিত্যাক্ষ এই প্রাচীন ভবনটির বিভিন্ন অংশ খসে পরার খবর পেয়ে, ম্যানচেস্টার কাউন্সিলের ভবন পরিদর্শন দল , বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ভবনটিকে অতি শিগ্রী মেরামতের পরামর্শ দেন। কিন্তু বিপুল অঙ্কের খরচার কারণে ভবনটির মালিক অপারগতা জানান। অগত্যা কোন উপায়ান্তর না দেখে, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে, ম্যানচেস্টার কাউন্সিল ৫০০ বৎসরের অতিহ্য বহনকারী ‘হাউ হল’ ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।





