#যুক্তরাজ্য

সোমবার থেকে ব্রিটিশদের জন্য কার্যকর হচ্ছে ভ্রমণ আইন।

ব্রিটিশ নাগরিকদের ভ্রমনের ক্ষেত্রে কঠোর নীতিমালা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। সরকারের নতুন আইন অমান্য করলে জরিমানা সহ বিভিন্ন শাস্থিমূলুক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে এই আইনে। আগামী সোমবার (৮ই মার্চ) থেকে এই আইন কার্যকর হচ্ছে।

নতুন আইন অনুযায়ী আন্তর্জাতিক ভ্রমণের সময় প্রত্যেক ব্রিটিশ নাগরিককে তিন পৃষ্ঠার একটি ফরম পূরণ করে এবং তা সাথে রাখতে হবে। ফর্মে উল্ল্যেখ করতে হবে তিনি কেন দেশ ত্যাগ করছেন। এই ফরম পূরণের অর্থ হলো, তিনি কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন যে তিনি লকডাউনের নিয়মানুসারে ভ্রমণ করছেন।

ফরম পূরণ করার পর তা প্রিন্ট অথবা মোবাইলে ডাউনলোড করে সঙ্গে রাখতে হবে। ভ্রমণকারী যাত্রীরা যথাযথভাবে ফরমটি পূরণ করেছেন কি না, তা ভ্রমণের আগে নিশ্চিত করবে কর্তৃপক্ষ। যদি কোন যাত্রী কোন কারণে তা প্রদর্শনে ব্যর্থ হন, তাহলে তার ভ্রমণ বাতিল করা হবে, এমনকি জরিমানার গুনতে হতে পারে।

বিমান সংস্থাগুলি বোডিংয়ের আগে ফরমগুলো সম্পূর্ণ হয়েছে কি না তা চেক করে দেখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *