#সিলেট বিভাগ

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

সিলেটে মহানগরী ও দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায় শনিবার (৬ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবহরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের জন্য এই ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিউবো-৩।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি মেরামত কাজের জন্য নগরীর পুলিশ লাইন্স ও দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, চন্ডিপুল, পিরোজপুর, বদিকোনা, বলদি, তেলিবাজার, লতিপুর, আহম্মদপুর, তেতলী, অতিরবাড়ী, লক্ষ্মীপুর, লালাবাজার, ভালকি, মুন্সিবাজার, কারারপার, মনোকোপা, বেতসান্দি, টেঙ্গরা, আলীপাড়া বাবনা পয়েন্ট, ধরাধরপুর ও আশপাশ এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *