নতুন ধরণের করোনা ভাইরাস ‘কেন্ট’ পাওয়া গেছে সলফোর্ডে।
করোনা ভাইরাসের নতুন রূপ ‘কেন্ট’ শনাক্ত হয়েছে সলফোর্ড কাউন্সিলের এক বাসিন্দার মধ্যে। উক্ত ব্যক্তি অসুস্থ হয়ে কভিড টেস্টের জন্যে গেলে তার দেহে ধরা পরে এই নতুন ধরণের করোনা ভাইরাস।
সলফোর্ড কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আতংকিত হওয়ার মতো তেমন কিছু নেই। কাউন্সিলের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে যাতে দ্রুত ভাইরাসটি ট্রেস করা যায়। পাশাপাশি বিস্তার রোধে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এই বিষয়ে পাবলিক হেলথ পরিচালক ডাঃ মুনা আব্দেল আজিজ বলেন, করোনা ভাইরাসের নতুন এই ধরণ ‘কেন্ট’ শনাক্ত হওয়ার পর পরই উক্ত ব্যক্তিকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত তার খোঁজ খবর নেয়া হচ্ছে।





