ডেনটনে ভয়াবহ অগ্নিকান্ড !
গ্রেটার ম্যানচেস্টারের ডেনটন এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিন তলা ওয়ারহাউস সহ বেশ কয়েকটি ঘর।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সূত্র মতে, রবিবার বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটের দিকে ডেনটনের হল্যান্ড স্ট্রিটের একটি তিন তলা বিশিষ্ট সেলফ স্টোরেজ ওয়ারহাউসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা সমস্ত বিল্ডিংকে গ্রাস করে। এরপর আগুন দ্রুত আশে পাশের ঘর বাড়িতেও ছড়িয়ে পরে।
খবর পেয়ে গ্রেটার ম্যানচেস্টার ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জন্যে। ১২৫জন দমকল কর্মী অক্লান্ত পরিশ্রম করে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় পুলিশ আশে পাশের সকল অধিবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।
এছাড়াও পুলিশ এম ৬৭ সহ আশে পাশের বেশ কয়েকটি রোড বন্ধ করে দেয়।
এখন পর্যন্ত অগ্নিকান্ডের কারণ বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।





