একুশ আমার অহংকার — আবদুল হাসিব।
একুশে ফেব্রুয়ারি,
তুমি তাজা প্রাণের রক্তপ্লাবণ
ধান্য-দূর্বার দেশে রক্তলাল সূর্যকিরণ;
সবুজ ঘাসের বুকজুড়ে পড়ে থাকা
শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ার
আগুন শরীর!
একুশে ফেব্রুয়ারি,
তুমি অধিকার অর্জনের অঙ্গীকার
সাহসী উচ্চারণ, ঐক্ষ্যের ক্ষিপ্র প্রতীক
আমাদের রক্তস্রোতে বিজয়ের দুর্বার গতি
অনুভূতির উর্বর জমিনে ফুটন্ত রক্তকরবী,
তুমি ক্ষয়হীন প্রজ্বলিত বহ্নি শিখা।
একুশে ফেব্রুয়ারি,
তুমি প্রভাতফেরীর বিষণ্ণ চেহারা
বিনম্র শ্রদ্ধার পুষ্পাঞ্জলীতে ভরে উঠা
শহীদ মিনারের পবিত্র আঙিনা।
একুশে ফেব্রুয়ারি,
তুমি বায়ান্নো’র মুক্তিপাগল
ঝকঝকে এক ঝাঁক বর্ণমালা,
তুমি সমবেত জনতার করুণ সংলাপ
তুমি সারা বাংলায় অগ্নিঝরা কবিতার আসর
তুমি কাল থেকে কালান্তরে চিরঞ্জীব, অক্ষয় এবং অমর।





