উবের ড্রাইভারদের ঐতিহাসিক বিজয় !
দীর্ঘ ৫ বছরের আইনি লড়াই শেষে হার মানতে হলো পৃথিবীর অন্যতম বৃহৎ অ্যাপ ভিত্তিক ট্যাক্সি কোম্পানী উবের কে। আজ যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত ‘সুপ্রিম কোর্ট’ এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে বলেছেন যে, উবের ড্রাইভাররা সেল্ফ এমপ্লয়ড নয় – তারা কোম্পানীর এমপ্লয়ী। অন্যান্য কোম্পানীর কর্মীদের মতো উবের ড্রাইভাররাও নূন্যতম মজুরী এবং হলিডে ভাতা পাওয়ার যোগ্য।
উল্লেখ্য, ২০১৬ সালে উবের ড্রাইভার জেমস ফারার এবং ইয়াসির আসলাম নূন্যতম মজুরী ও হলিডে ভাতা চেয়ে ব্রিটিশ এমপ্লয়মেন্ট কোর্টে একটি আবেদন করেন।
সেই থেকে বিভিন্ন কোর্ট হয়ে অবশেষে সুপ্রিম কোর্টের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি হয়। রায়ের পর উৎফুল্ল জেমস ও ইয়াসির বলেন, দীর্ঘ লড়াই শেষে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। এর মাধ্যমে যুক্তরাজ্যের লাখো উবের ড্রাইভার তাদের নূন্যতম অধিকারটুকু সংরক্ষণে সচেষ্ট হবেন।





