যুক্তরাজ্যে বাড়ির দাম ৬ বছরের মধ্যে সর্বোচ্চ !
যুক্তরাজ্যে সরকারী পরিসংখ্যান অনুযায়ী, বাড়ির দাম ২০২০ সালে ডিসেম্বর ৮.৫%বেড়েছে, যেটি অক্টোবর ২০১৪ থেকে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানায়, যুক্তরাজ্যের গড় বাড়ির দাম ২০২০ সালের ডিসেম্বর মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
উত্তর পশ্চিম ইংল্যান্ডে ১১.২% সর্বোচ্চ প্রবৃদ্ধি, আর লন্ডন মাত্র ৩.৫% বেড়েছে।
এই মার্চে স্ট্যাম্প ডিউটি বেড়ে যাওয়ার কথাও জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স।
মহামারীতে মানুষ বাড়িতে বেশি সময় কাটানোর কারনে মনে করা হচ্ছে বাড়ির বেশি ক্রয় করায় দাম বেড়েছে।
ইংল্যান্ডে, দাম ৮.৫ % বেড়ে ২৬৯,000 পাউন্ড, স্কটল্যান্ডে ৮.৪% থেকে ১৬৩,000 পাউন্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ৫.৩% থেকে ১৪৮,000 পাউন্ডে উন্নীত হয়েছে।





