শেষ আটের পথে লিভারপুল।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। গোল করেছেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন দলটির মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। এর ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লাইপজিগ।প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে শেষ তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গেছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে পড়েছে ১৩ পয়েন্টে। এমন কঠিন সময়ে চ্যাম্পিয়ন্স লিগের এই জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে লিভারপুল শিবিরে।





