#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারে করোনা সংক্রামণের হার কমতির পথে।

বিগত কয়েক মাসের তুলনায় এই মুহূর্তে গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় করোনা ভাইরাসের সংক্রামণের হার অনেকটাই কম। যদিও বলটন এখনো আগের মতোই আছে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, ফেব্রুয়ারীর ৭ তারিখ পর্যন্ত সপ্তাহান্তের গড় আনুপাতিক হার বিশ্লেষণে দেখা যায় যে গ্রেটার ম্যানচেস্টারের ৯টি বারাতেই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে আক্রান্তের সংখ্যা। শুধু মাত্র বলটন এখনো পর্যন্ত লাখে ২৮০.৩ স্কোর নিয়ে সর্বোচ্চে আছে। ইংল্যান্ডের যে ১২টি শহর সংক্রামণের দিক দিয়ে শীর্ষে আছে, বলটন তাদের একটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *