#সিলেট বিভাগ

কুলাউড়া সদর ইউনিয়নের ইউ ডি এফ অর্ফান সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন।

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করের গ্রামের কলিম চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্টিত রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ইউ ডোনেইট ফাউন্ডেশনের (ওয়াই ডি এফ ) উদ্যোগে দুস্থ ও এতিম শিশুদের আবাসিক ও প্রাতিষ্টানিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে কলিম চৌধুরী ফাউন্ডেশনের দানকৃত জায়গাতে ওয়াই ডি এফ অর্ফান সেন্টার প্রকল্প বাস্তবায়নে একটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। নতুন বছরের শুরুতে গত ২৯শে জানুয়ারি ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াই ডি এফ অর্ফান সেন্টারের সভাপতি ফজলুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুল জামান সজল, বাংলাদেশ শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলার সাবেক সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আহসান উদ্দিন, ওয়াই ডি এফ অর্ফান সেন্টারের সেক্রেটারি করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি  নাসির জামান খান জাকি, সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আবু হাসনাত চৌধুরী, সাবেক সদস্য আব্দুল জলিল সহ এলাকার গণ্যমার্ন ব্যক্তিবর্গ ও বিভিন্ন মসজিদের ইমামগন।

ইউ ডোনেইট ফাউন্ডেশনের (ওয়াই ডি এফ ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লস্কর সংস্থার ট্রাস্টিবৃন্দের পক্ষ থেকে অর্ফান সেন্টারের পরিচালনা কমিটি ও কলিম চৌধুরী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শেষে কলিম চৌধুরী ফাউন্ডেশন এবং ওয়াই ডি এফ অর্ফান সেন্টারের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র অধ্যক্ষ জনাব সিপার উদ্দিন আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *