#দেশের খবর

বানিয়াচংকে মাদকমুক্ত করবো’ এএসপি সেলিম

মোক্তাদির হাসান সেবুল ; হবিগঞ্জের বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম সাংবাদিকদের সহযোগিতায় বানিয়াচংকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তথ্য দিন, সহযোগিতা করুন, ওয়াদা করছি বানিয়াচংকে মাদকমুক্ত করবো।’

সোমবার (২০ জুলাই) বিকেল ৫ টার দিকে বানিয়াচং থানা চত্বরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এএসপি শেখ সেলিম বলেন, বানিয়াচংয়ে দাঙ্গা-হাঙ্গামা মাদকসহ সবধরনের অপরাধ নির্মুলে পুলিশ বদ্ধপরিকর। সাংবাদিক পুলিশ ভাই ভাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকসহ সবধরনের অপরাধ নির্মুল করে একটি সুন্দর বানিয়াচং গড়ে তোলা সম্ভব।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন তদন্ত ওসি প্রজিত কুমার, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সদস্য ইমদাদুল হোসেন খান প্রমুখ।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সম্প্রতি বানিয়াচংয়ে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে বিভক্তি কাটিয়ে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন করে দেয়ার জন্য জাতীয় প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত কাওসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এএসপি শেখ সেলিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *