#যুক্তরাজ্য

অবশেষে করোনা ভাইরাসেই মারা গেলেন শতবর্ষী ক্যাপ্টেন টম মুর।

যুক্তরাজ্যে করোনা বিরোধী আন্দোলনে বহুল আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন স্যার টম মুর মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার স্বার্থে এনএইসএস এর জন্যে অসুস্থ শরীর নিয়ে নিজ আঙ্গিনায় ১০০ কদম হাঁটার চ্যালেঞ্জ নিয়ে ৩৩ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছিলেন স্যার টম। যার কারণে পরবর্তীতে রাণী ২য় এলিজাবেথ তাকে নাইটহুড প্রদান করেন।

সাবেক এই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম মঙ্গলবার (২ ফেরুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ২০২০ সালের এপ্রিলে মি. মুর তার শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন। বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয় সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন। এভাবে তিনি প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন। এর পর রানী এলিজাবেথ এবছরের জুলাই মাসে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।

শ্বাসকষ্ট দেখা দিলে রোববার তাকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার মেয়ে জানিয়েছেন গত কয়েক সপ্তাহ তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত সপ্তাহে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে যুদ্ধ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *