#আন্তর্জাতিক

কানাডা ফেরত বিদেশিদের জন্যে চীনে নিষেধাজ্ঞা।

চীনে ঢুকতে পারবেন না কানাডাফেরত বিদেশি নাগরিকরা। তাদের ওপর অস্থায়ীভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনা কর্তৃপক্ষ।

টরোন্টোতে অবস্থিত চীনা কনস্যুলেট থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনও চীনা নাগরিক কানাডায় বৈধ আবসিক সুবিধার বৈধ ভিসাধারীও হন তাহলে তার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত শনিবার কনস্যুলেট ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, কানাডায় বসবাসকারী সব বিদেশি নাগরিক- যদি বৈধ আবাসিক ও কর্মের অনুমোদন থাকে, যদি তিনি ব্যক্তিগত কাজে কানাডা গিয়ে থাকেন অথবা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য অস্থায়ী সময়ের জন্য কানাডা গিয়ে থাকেন, তাহলে তাদের সবার ক্ষেত্রেই চীনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। তবে কূটনৈতিক মিশনে অথবা সার্ভিস ভিসা যাদের আছে, এই নিষেধাজ্ঞা তাদের ক্ষেত্রে কার্যকর হবে না।

করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আন্তঃসীমান্ত সফরের ক্ষেত্রে কানাডা বিধিনিষেধ আরোপ করেছে। এ জন্য এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *