লংসাইটে জানাজার পর রাতে এক বাসায় ৩৫ জন অতিথি পাওয়ায় ১০ হাজার পাউন্ড জরিমানা !
ম্যানচেস্টারের এশিয়ান অধ্যুষিত লংসাইট এলাকার ল্যাংপোর্ট এভিনিউতে এক বাসায় ৩৫ জন অতিথি পাওয়ায় ওই বাসার মালিক কে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের এক প্রেস নোটে বলা হয়েছে, ১৫ই জানুয়ারি শুক্রবার রাত ১১.৪০ মিনিটে লংসাইটের ল্যাংপোর্ট এভিনিউর একটি বাড়িতে ৩৫ জন মানুষের উপস্থিতি লক্ষ্য করেন। তখন তারা অতিথিদের বের হয়ে আসার অনুরুধ করেন এবং বাড়ির মালিক কে লক ডাউন আইন ভাঙার দায়ে ১০ হাজার পাউন্ড জরিমানা করেন। এই ঘটনায় বাড়ির মালিক নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা আত্মপক্ষ সমর্থন করে বলেন, পুলিশ যদিও এই জমায়েত কে পার্টি হিসেবে অভিহিত করেছে কিন্তু আসলে তা কোনো পার্টি ছিলোনা। শুক্রবার বিকেলে ওই বাড়ির মালিকের আত্মীয়ের ( যাকে তিনি ” ব্রাদার ইন ল ” বলে উল্ল্যেখ করেন ) জানাজা থাকায় রাতে উনার কিছু আত্মীয় স্বজন খাবার নিয়ে আসেন।যার সংখ্যা আনুমানিক ১০/১২ জন হবেন, এবং উনারা পুলিশ কে বোঝাতে চেষ্টা করেন এটা কোনো পার্টি নয় কিন্তু তাতে কোনো লাভ হয় নাই, পুলিশ তাদের অবস্থানে অনড় থাকে। উল্লেখ্য, লক ডাউন আইনে মৃত্যু ও সৎকার পরবর্তী এই অবস্থায় সর্বোচ্চ ৬ জনের জমায়েত হতে পারবে। ভুক্তভোগী মহিলা আরও বলেন, গত ৩মাসে উনার বেশ কয়েকজন আত্মীয় মারা যাওয়ায় তিনি মানসিক ভাবে বিপর্যস্ত।১০ হাজার পাউন্ড জরিমানা দেওয়ার মতো আর্থিক অবস্থা উনার নাই। এমতাবস্থায় তিনি কোর্টে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।





