আকাশের নীড়ে মেঘ — সাদী রহমান
আকাশ হওয়া
শুধু ছেলেদের মানায়।
মেয়েরা হবে শুভ্রতায় ভরা নিষ্পাপ মেঘ।
ভেসে বেড়াবে মুক্ত বিহঙ্গের মতো —-
স্বাধীন-বাঁধাহীন ভাবে
এপার থেকে অপারে —
কখনো ঝরবে বৃষ্টি হয়ে
কখনো বা হাসবে সূর্যের আলোতে আলোকিত স্নান।
আবার বজ্র হয়ে শাসন করবে
যখন রাগে হবে লাল।
অস্তমিত ক্লান্ত বেলায়,
দিব্য নয়নে নিদ্রা হবে তবে
নীল আকাশের ছায়ায়।





