#যুক্তরাজ্য

ফার্লো স্কীমে জালিয়াতি, অনুসন্ধানে নেমেছে এইস এম আর সি।

করোনা মহামারীতে কর্মজীবি ও প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সরকারের করোনাভাইরাস জব রিটেনশন স্কীম নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ফার্লো স্কীমের আওতায় প্রতি কর্মীর মোট বেতনের ৮০ শতাংশ অর্থ দিচ্ছে সরকার। কিন্তু এই স্কীমের ব্যাপক অপব্যবহার হচ্ছে বলে নানা মহল থেকে অভিযোগ করা হচ্ছে।

বুধবার বিবিসি রেডিও ফাইভ লাইভ এর ওয়্যেক আপ টু মানি’ প্রোগ্রামকে দেয়া তথ্য অনুযায়ি এইচএমআরসি এ পর্যন্ত ২১ হাজার সন্দেহজনক জালিয়াতির অভিযোগ বা তথ্য পেয়েছে, যার মধ্যে ৫ হাজার তথ্য এখন তদন্তাধীন রয়েছে।

জানুয়ারী প্রথম সপ্তাহ পর্যন্ত জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে ২১,৩৭৮টি রিপোর্ট বা জালিয়াতির তথ্য ট্যাক্স অফিসকে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *