আজ হুমায়ুন আহমেদের ৮ম মৃত্যু বার্ষিকী
আজ বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৮ম মৃত্যু বার্ষিকী। ২০১১ সালে ক্যান্সার ধরা পড়ার পর ২০১২ সালের এই দিনে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি ছিলেন একজন শব্দ জাদুকর। তিনি আমাদের ভাষায় কথা বলতেন , আমাদের মনের কথা বলতেন, আমাদের আবেগ কে বাস্তব রূপ দিতে পারতেন ।
তিনি আমাদের শিখিয়েছেন আবেগ ও জোছনার এক অপূর্ব মিশ্রণ । তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে বৃষ্টিকে ভালোবাসতে হয় । তিনি আমাদের অনুভব করতে শিখিয়েছেন সবুজ ঘাসের উপর পায়ের পাতার স্পর্শ ।
তিনি আমাদের দেখিয়েছেন হিমু নামক এক বাউন্ডুলের জীবনের সীমানাবিহীন উন্মাদনা, অপ্রকাশিত প্রেম ও অব্যাক্ত ব্যথা, অথবা মিসির আলীর চিন্তার খোরাক, কখনো বা রুপার পথ চেয়ে বসে থাকা ।
তিনি এমনই একজন, যিনি একের ভিতর অনেক ।আপনি আছেন আমাদের ভালোবাসায় ও শ্রদ্ধায়। তাই আপনার ভাষায় আপনাকে বলতে চাই,
” চলে এসো এক বরষায় “




