#যুক্তরাজ্য

সুপার মার্কেটগুলিতে মাক্স না পরলে প্রবেশ নিষেধাজ্ঞা।

যুক্তরাজ্যে করোনা মহামারী ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা ধারনা করছেন সুপার মার্কেটগুলি থেকে করোনা ছড়াচ্ছে বেশি । এমন ঘোষনার পর সুপার মার্কেটগুলি আরো কঠোর নিয়ম নীতি আরোপ করতে যাচ্ছে। এখন থেকে মাক্স ছাড়া কোন কাস্টমার সুপার মার্কেটে প্রবেশ করতে পারবেন না।

টেসকো, সেইন্সবারী, মরিসন, আসদাসহ সকল সুপারমার্কেট ফেইস মাস্ক ছাড়া ক্রেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে। সেইন্সবারী বলছে নিয়ম অমান্যকারীদের চ্যালেঞ্জ করা হবে এবং সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হবে। পুলিশ মাক্স না পরার অপরাধে ১০০ পাউন্ড জরিমানা করতে পারবে।

করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ অমান্য করা লোকদের থামাতে পর্যাপ্ত ব্যবস্থা না করার জন্য খুচরা বিক্রেতারা সমালোচিত হয়েছেন। ফেস কভারিং আইন প্রয়োগ করা আনুষ্ঠানিকভাবে পুলিশের দায়িত্ব হলেও ছোট দোকানীরা এই বিষয়ে তেমন সাহায্য করছেন না ।

পুলিশের পরিসংখ্যান বলেছে যে আইন প্রয়োগের জন্যে তাদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই। তবে পুলিশিং মন্ত্রী কিট ম্যালথহাউস বলেছেন যে তারা “বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন” ।

টেস্কোর এক মুখপাত্র জানিয়েছেন, সুপারমার্কেট চেইন তার নীতিগুলি শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যে টেসকো, আসদা এবং ওয়েইট্রোজ সর্বশেষতম সুপারমার্কেট ফেইস মাস্ক ছাড়া ক্রেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে। অন্যান্য সুপার মার্কেট গুলিও এই ভাবে কঠোরতা অবলম্বন করবে।

দি পুলিশ ফেডারেশন অফ ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসের চেয়ার জন অ্যাপটার বলেন “সুপার মার্কেটে মাক্স ছাড়া কোন কাস্টমারকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সাথে সুপার মার্কেটের শ্রমিকদের সবার মাক্স পরা অবস্থায় ডিউটি করতে হবে। মাক্স না পরার অপরাধে £১০০ পাউন্ড জরিমানা করা হতে পারে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *