#সিলেট বিভাগ

সিলেট শহরে ট্রাক চাপায় ২ দিনে ৩ জনের মৃত্যু ! উদাসীন প্রশাসন !

গতকাল শহরের খাসদবীর এলাকায় ট্রাক দ্বারা পিস্ট হয়ে একজনের মৃত্যুর শোক কাটতে না কাটতে আজকে সুবিদবাজার এলাকায় আবার ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। তাদের নাম যথাক্রমে সজীব ও লুৎফুর, তারা দুই জন বন্ধু ছিলেন। সজীব শহরের বনকলা পাড়ার বাসিন্দা আর লুৎফুর সুনামগঞ্জের দিরাই থানার বলে জানা গিয়েছে।

সিলেট শহরের ভিতর প্রায়ই পাথর বহনকারী ট্রাকের দ্বারা দুর্ঘটনা ঘটে। এই নিয়ে অনেক প্রতিবাদ, সমাবেশ, স্মারকলিপি প্রদান করা হলেও কার্যত প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। শহরের ভিতর ট্রাক চলাচল নিয়ে নগরবাসীর ব্যাপক ক্ষোভ থাকলে ও প্রশাসন এ নিয়ে কোনো কর্ণপাত করছে না। পাথর বোঝাই ট্রাক চলাচলের জন্যে বাইপাস রোড ব্যবহারের নির্দেশনা থাকলেও, ট্রাক চালকরা অদৃশ্য ক্ষমতাবলে তা মানেন না ।

আর কতো প্রাণ অকালে ঝড়লে প্রশাসনের টনক নড়বে এটাই সচেতন নগরবাসীর প্রশ্ন ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *