শাবিপ্রবিতে যুক্ত হলো নতুন আরও একটি আরটি-পিসিআর।
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে নতুন আরও একটি আরটি-পিসিআর মেশিন সংযুক্ত করা হয়েছে। গত বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।
এর আগে গত বছরের ১৮ মে বিশ্ববিদ্যালয়টির পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়।
অধ্যাপক শামসুল হক প্রধান বলেন, পিসিআর ল্যাবের মেশিনের স্বল্পতার জন্য অনেক সময় নমুনা পরীক্ষা করতে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। এখন আমরা যেহেতু আরেকটি নতুন আরটি-পিসিআর মেশিন পেয়েছি সেহেতু কাজটি আরও ভালোভাবে করতে পারবো। যখন নমুনার সংখ্যা বেড়ে যাবে তখন দু’টি মেশিনে কাজ করবো। দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে এ ল্যাব চালু করা হয়েছে বলেও জানান তিনি।
শামসুল হক প্রধান আরও বলেন, আমরা গত বছরের ১৯ মে থেকে ল্যাবে করোনা ভাইরাসের নমুনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করি। এরমধ্যে নয় মাসে প্রায় ৩৮ হাজার নমুনা পরীক্ষা করতে পেরেছি। এরমধ্যে প্রায় সাত হাজার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আর বাকি নমুনাগুলো নেগেটিভ এসেছে।





