আবারো লকডাউন ইংল্যান্ড জুড়ে। স্কুল বন্ধের ঘোষণা।
তৃতীয় বারের মতো লকডাউন ঘোষনা করা হলো ইংল্যান্ডে। গত কয়েকদিন ধরে শুনা যাচ্ছিলো যে আরেকটি লক ডাউন আসতে যাচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে করোনা ভাইরাসের উর্ধমুখী সংক্রামণের কারণে খোদ রাজধানীতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়। বিশেষজ্ঞ সহ সকল মহল থেকেই কঠোর বিধিনিষেধ আরোপের জন্য সরকারের ওপর চাপ দেয়া হচ্ছিলো।
অবশেষে সোমবার (৪ জানুয়ারী) বৃটিশ সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষনে যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী বরিস জনসন প্রত্যাশিত ঘোষনাটি দেন। মঙ্গলবার মধ্যরাত থেকে ইংল্যান্ড তৃতীয় দফা লকডাউনে প্রবেশ করছে। এবারের লক ডাউনে প্রধানমন্ত্রী সবাইকে “অবশ্যই ঘরে থাকার” নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার থেকে ফেব্রুয়ারীর হাফটার্ম পর্যন্ত দেশের সকল স্কুল বন্ধ হয়ে যাবে।
বরিস জনসন বলেন, আগামী সপ্তাহগুলি আরো কঠিন হবে। আমি আজ রাতে এমন এক পরিস্থিতিতে আপনাদের সাথে কথা বলছি, যখন আমাদের হাসপাতালগুলো মহামারী শুরু হওয়ার পর থেকে এবার সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে। নিজ ও দেশের স্বার্থে তিনি বার বার সকলকে স্মরণ করিয়ে দেন যে, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হতে।





