#দেশের খবর

হবিগঞ্জ জেলায় বেড়েই চলছে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা

এম হায়দার চৌধুরী, হবিগঞ্জ :: হবিগঞ্জ জেলায় আরো ১৫ জনের দেহে নতুন আরো করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩২ জন। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল। তিনি জানান, ১৫ জুলাই হবিগঞ্জ জেলা থেকে সিলেট ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে, হবিগঞ্জ সদর উপজেলায় (শায়েস্তাগঞ্জসহ) ১২ জন, চুনারুঘাট উপজেলায় ২ জন ও নবীগঞ্জ উপজেলায় ১ জন। সিভিল সার্জন আরো জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪৬৬ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *