ফেলে আসা সোনালী অতীতকে পুনরুজ্জীবিত করার চেষ্ঠায় এইডেডীয়ান-৯৭ ব্যাচের সহপাঠীরা।
জীবনে অনেক কিছুই ফিরে আসে, কিন্তু স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো ফিরে পাওয়া বড়ই দুস্কর। স্মৃতির পাতা থেকে অনেক হারিয়ে গেলেও, স্কুল জীবনের বন্ধুদেরকে ভুলে থাকা যায়না। দুরন্তপনার সেই কৈশোর ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে প্রিয় মানুষগুলো। কিন্তু স্কুল জীবনের কৈশোরের স্মৃতি নিয়ে এখনো একসাথে সময় কাটান একঝাঁক প্রিয়মুখ। সময় পেলেই আড্ডায় মেতে উঠেন সবাই। তারা আর কেউ নয়, সিলেটের ঐতিহ্যবাহী এবং সুনামধন্য স্কুল দি এইডেড হাই স্কুলের এসএসসি ৯৭ ব্যাচের সহপাঠী বন্ধুরা।

বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখতে হাসি, খুশি আর আনন্দের মেতে উঠেন সবাই । তাইতো গত ১লা জানুয়ারী ২০২১ ইংরেজী নববর্ষে এইডেডীয়ান ৯৭ বন্ধুরা স্কুল প্রাঙ্গনে মেতে উঠেন কৈশোরিক উন্মাদনায়। দিনভর আড্ডা, খেলাধুলা এবং খুনঁসুটির মাধ্যমে ফিরে পেতে চান অতীতের সুবর্ণ মুহূর্তটুকু। চির চেনা স্কুল প্রাঙ্গন ও ক্লাস রুমে ঘুরে ঘুরে আবেগে আপ্লুত হয়ে উঠেন সবাই।
বন্ধুত্বের সম্প্রীতি বজায় রাখতে অতীতের মতো আগামীতেও এ রকম আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।






