#যুক্তরাজ্য

সেবার মান বজায় রাখতে ব্যর্থ রয়েল লন্ডন হাসপাতাল।

অতিরিক্ত করোনা রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে পূর্ব লন্ডনের বিখ্যাত রয়েল লন্ডন হাসপাতাল।

গত মঙ্গলবার হাসপাতালের বাইরে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স গুলোকে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। সারি সারি অ্যাম্বুলেন্সের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সূত্র মতে, রয়েল লন্ডন হাসপাতালে মাত্র ৫দিনে ২০০ থেকে ৬৩৮ জন রোগী ভর্তি হন বক্সিং ডে’তে। আর এতেই ভেঙ্গে পড়ে স্বাস্থসেবা।

হাসপাতাল কর্তৃপক্ষ দ্বারা এনএইচএস প্রধানদের কাছে নিজেদের ব্যর্থতা স্বীকার করে প্রেরিত একটি ই-মেইল সংবাদ মাধ্যমের হাতে পৌঁছালে, এই নিয়ে তোলপাড় শুরু হয় । চিঠিতে বলা হয় আমরা আর উন্নতমানের সেবা দিতে পারছিনা কারন পরিস্থিতি আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে।

নর্থ ইস্ট লন্ডনের প্রতিটি হাসপাতালই প্রতিনিয়ত রোগীদের নিয়ে লড়াই করতে হচ্ছে। হাসপাতালগুলোতে অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহসহ অপ্রতুল নাসিংয়ের সমস্যা প্রকট হয়ে পড়েছে।

অবিশ্বাস্য হলেও সত্যি যে, বর্তমানে রয়েল লন্ডনের চেয়ে আশপাশের হাসপাতালগুলো ভালো সার্ভিস দিচ্ছি।

কেন্টে হাসপাতালে একই অবস্থা হলেও রয়েল লন্ডনের মত নয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *