ইংল্যান্ডে আকস্মিক বন্যা, ১৩০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
ইংল্যান্ডের বেডফোর্ড ও নর্থাম্পটন শায়ারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত কয়েকদিনের অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ভোগান্তিতে পড়েছেন সহস্রাধিক মানুষ। নর্থাম্পটন শায়ার ও বেডফোর্ড শায়ারের প্রায় ১৩০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশ এই পরিস্থিতিকে মারাত্মক হিসেবে উল্লেখ করে কাউকে নদী তীরবর্তী স্থানে একা থাকতে বারন করেছে।
এদিকে নর্থাম্পটনের স্পেনসারের একটি পার্কে হাটু পানি ছিলো। আরো নর্থাম্পটন শায়ারের বেশ কয়েকটি এলাকার রাস্তা ঘাট হাটু পানির নীচে ছিলো। ড্রাইভিং করতে গিয়ে অনেকেই ছোট খাটো অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভারী বৃষ্টিপাত হওয়ার কারনে নর্থাম্পটন শায়ারের বেশ কয়েকটি রাস্তা পানীর নীচে ছিলো। ভয়ে ভয়ে গাড়ি চালাতে হচ্ছে ।
নর্থাম্পটন শায়ারের এক হাজারের বেশী পরিবারকে স্থানান্তর করা হয়েছে স্থানীয় পার্কে।
বন্যা কবলিত একাকা গুলোতে করোনা বিধি নিষেধ টিয়ার ফোর জারী থাকলে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের অন্যের ঘরে গিয়ে আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় কতৃপক্ষ।





