#সিলেট বিভাগ

করোনা ঝুঁকিতেও লন্ডন থেকে আসছেন যাত্রীরা।

নতুন করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ১৬৫ জন যাত্রী।

লন্ডনে ভয়ানক নতুন রূপে করোনা ভাইরাস ছড়ানোয় প্রবাসী অধ্যষিত সিলেটে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে লন্ডন থেকে সিলেটে ফিরেছেন ১৬৫ প্রবাসী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সিলেটে ওসমানী বিমানবন্দরে নামেন ১৬৫ জন প্রবাসী।

সিলেটে ওসমানী বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, যাত্রীরা লাউঞ্জে আসার পর স্বাস্থ্য বিভাগের একটি দল করোনার নেগেটিভ সার্টিফিকেটধারীদের পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেয়। এদের মধ্যে ৬ জনের করোনা পরীক্ষার কাগজপত্রদি সন্দেহ হলে তাদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তারা তাদের তথ্য-প্রমাণ দিতে পারায় ছেড়ে দেওয়া হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ টিম সিলেট ওসমানী বিমানবন্দরে কাজ করে যাচ্ছে। তারা যাত্রীদের সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করে করোনার সংক্রামণ আছে কিনা তা খতিয়ে দেখছেন। লন্ডন থেকে আগত প্রবাসীদের ৬ জনের করোনা নেগেটিভ সনদ না থাকায় তাদের কোয়ারিন্টিনে নেওয়ার সিদ্ধান্ত হলেও তথ্য-প্রমাণ দিতে পারায় তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তাদেরকে বাধ্যতামূলক ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *