কাউন্সিলর তারেক ঢাকায় গ্রেফতার।
বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে এক দিনের রিমান্ডেও নেয়া হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় সিসিকের এ কাউন্সিলরকে প্রধান আসামী করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর নিউ মার্কেট থানার এসি(সহকারী কমিশনার) আবুল হাসান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার পরীক্ষা চলাকালে অরাজকতার মামলায় তাজকে গ্রেফতার করা হয়। রবিবার মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাজসহ ১২ জনকে রবিবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।





