#আন্তর্জাতিক

তুরস্কের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ।

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের দিন কয়েক আগে এ নিষেধাজ্ঞা দুটি দেশের মধ্যে সম্পর্ককে আরো তিক্ত করে তুলল। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান আগেই বলেছেন তার দেশ কোনো সাধারণ দেশ নয় এবং এধরনের মার্কিন নিষেধাজ্ঞায় উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা কোনও কাজে আসবে না। তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরান, আজারবাইজান ও রাশিয়া।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থি এবং এই জোটের সদস্যদেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে এই তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিরোধিতা করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শুরু থেকেই তা উপেক্ষা করছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয় তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক ও সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছর ট্রাম্প প্রশাসন তুরস্ককে এফ-৩৫ জঙ্গীবিমান সরবরাহ করার সিদ্ধান্ত স্থগিত করেছিল। ওই বিমান যুক্তরাষ্ট্র ও তুরস্কের যৌথ উদ্যোগে তৈরি হয়।

তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরো তিন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য যুক্তরাষ্ট্র থেকে কোনোকিছু আমদানি করা যাবে না এবং যুক্তরাষ্ট্রে থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *