ক্রিসমাস শিথিলতায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা যুক্তরাজ্যে।
ন্যাশনাল হেলথ সার্ভিস, ইংল্যান্ড (এনএইচএস) সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেছে, আসন্ন ক্রিসমাসে অবাধ মেলামেশার কারণে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে কয়েকগুন । ক্রিসমাসকে সামনে রেখে সরকার ৫ দিনের যে শিথিলতা দিতে যাচ্ছে, এর ফলে করোনা প্রকোপ বেড়ে যাবে কয়েকগুন।
প্রধানমন্ত্রীর কাছে দেয়া এনএইচএস’র চিঠিতে বলা হয়েছে ছুটিকালীন সময়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশনা জারি করতে হবে, পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘স্থানীয় পর্যায়ে জরুরি ব্যবস্থা না নিলে করোনার ৩য় ঢেউ সামলানো কঠিন হয়ে পড়বে।
এনএইচএস প্রধান নির্বাহী হপসন বলেছেন, ‘বর্তমানে করোনা শনাক্ত বৃদ্ধির হার উদ্বেগজনক, ব্যবস্থা গ্রহণ না করলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
এদিকে যুক্তরাজ্যে প্রতি এক লাখে আক্রান্ত হচ্ছেন গড়ে ১৩৪ জন, আর বাংলাদেশী অধ্যুষিত ইস্ট লন্ডনে গড়ে ৩০০ জন।





