#আন্তর্জাতিক

নাগর্নো-কারাবাখে আবারো সংঘাত, চার সেনা নিহত।

আবারো সংঘর্ষ শুরু হলো নাগর্নো-কারাবাখে। আজারবাইজান জানিয়েছে, চার সেনার মৃত্যু হয়েছে।

নাগর্নো-কারাবাখের বিতর্কিত অঞ্চল নিয়ে আবারো সংঘর্ষ শুরু হলো। রোববার আজারবাইজানের সেনা জানিয়েছে, আর্মেনিয়ার আক্রমণে চারজন আজারি সেনার মৃত্যু হয়েছে। তবে আর্মেনিয়া এ আক্রমণের কথা অস্বীকার করেছে। শনিবারও দু’দেশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল।

তবে লড়াইটা মাঠের চেয়ে মুখেই বেশি চলছে। দু’পক্ষই আশ্রয় নিচ্ছে বাগাড়ম্বরের। নিজেদের ছোঁড়া গোলায় সাধারণ মানুষ মারা গেলেও দু’পক্ষই যুদ্ধের নিয়ম না মানার জন্য দুষছে একে-অপরকে। হামলা নিয়ে দু’পক্ষের পাল্টা দাবিতে সঙ্কট আরো বাড়ছে।

এর আগে ছয় সপ্তাহ যুদ্ধের পরে সাময়িক শান্তি ফিরেছিল। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়েছিল। যার জেরে দু’দেশই যুদ্ধ থামাতে রাজি হয়েছিল। চুক্তিতে স্থির হয়েছিল সাম্প্রতিক যুদ্ধের পর যে জায়গায় অবস্থান করছে সে সেখানেই থাকবে। আর্মেনিয়া দাবি করে আজারি ফৌজ নাগর্নো-কারাবাখের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, নিজেদের জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে তারা।

আর্মেনিয়ার পছন্দ না হলেও রাশিয়ার অনুরোধে দেশের প্রধানমন্ত্রী চুক্তি মেনে নেন। কিন্তু তারপর থেকেই আর্মেনিয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *