#সিলেট বিভাগ

সিলেট-তামাবিল সড়ক অবরোধ। যান চলাচল বন্ধ।

সিলেটের জৈন্তাপুরের সারি ও বড়গাঙ বালু মহালের রয়্যালটি আদায় করাকে কেন্দ্র করে ইজারাদার ও ট্রাক শ্রমিকদের মত বিরোধের জেরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করা হয়েছে। পৃথক দু’টি স্থানে দুই পক্ষের অবরোধের কারণে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ।

শনিবার (১২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে প্রথমে ইজারাদারকে পক্ষের লোকজন উপজেলার দরবস্ত বাজারে বালিভর্তি ট্রাক আটক করেন। এসময় ট্রাক চালক রাস্তার মধ্যখানে ট্রাক এলোপাতাড়ি রেখে চলে যান। পরে আরও কয়েকজন ট্রাক চালকও সড়কে এলোপাতাড়ি ট্রাক রাখেন। এতে সড়কের দুইপাশের গাড়ীর দীর্ঘ লাইন লেগে যায়। বেলা আড়াইটার দিকে ওই এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে দরবস্তের ঘটনার খবর পেয়ে সেখান থেকে ৪ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়কে সিলেট-তামাবিল সড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে অবরোধ করেন সেখানকার ট্রাক শ্রমিকরা। এর ফলে ওই এলাকায়ও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বিকেল ৩ তিনটায় এ খবর লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

বিক্ষোব্দ শ্রমিকদের দাবি, সম্পূর্ণ অনৈতিকভাবে দরবস্তে তাদের ট্রাক আটকে বালু ফেলে দেয়া হচ্ছে। এসময় চালকদেরও মারধরও করছেন ইজারাদারের লোকেরা। এ বিষয়ে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা অবরোধ অব্যাহত রাখবেন।

এদিকে ইজারাদার শাহিন আহমদের দাবি, তিনি বৈধ ইজারাদার। কিন্তু, কিছু ব্যবসায়ী রয়্যালটি না দিয়েই প্রভাব বিস্তারের মাধ্যমে বালু পরিবহন করে আসছেন। তাদেরই তারা আটকাচ্ছেন। এতে যানজটের সৃষ্টি হলেও কোন সড়ক অবরোধ হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *