বিশিষ্ট মুরুব্বী জনাব সাইফুল হোসেন মজুমদারের ইন্তেকাল।
সিলেট নগরীর কাজল শাহ সংলগ্ন নবাব রোড নিবাসী বিশিষ্ট ব্যবসাহী আবিদ মজুমদারের পিতা পি ডাবলু ডি এর প্রাক্তন হেড ক্লার্ক জনাব সাইফুল হোসেন মজুমদার আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬:৫০ মিনিটে
শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটের আই সি উ তে চিকিৎসাধীন ছিলেন। তিনি কভিড-১৯ ছাড়াও শারীরিক অন্যান্য জটিলতা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছেলের বউ, এক মেয়ে, তিন নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা আজ বাদ আসর হযরত মানিক পীর (রাঃ) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের দুই ছেলে আবিদ ও আদিল মজুমদার সকল আত্মীয় স্বজন ও পরিচিতজনদের নিকট তাদের আব্বার মাগফেরাতের জন্যে দোয়ার আর্জি জানিয়েছেন।





