গড়ে দৈনিক ১০০০ জনকে করোনা টিকা দেয়া হবে।
গ্রেটার ম্যানচেস্টারের অধিবাসীদের আগামী মাস থেকে করোনা টিকার ১ম ডোজ দেয়া কাজ শুরু করার পরিকল্পনা করছে এন এইচ এস।
ম্যানচেস্টার সিটি গ্রাউন্ড নাম খ্যাত ‘ইথিয়াদ স্টেডিয়াম’ এর অন্তর্গত স্পোর্টস এন্ড ট্রেনিং সেন্টারকে টিকা প্রদান কেন্দ্র হিসেবে বেছে নেয়া হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন হলে এখান থেকে দৈনিক ১০০০ জনকে টিকা প্রদান করা সম্ভব হবে।
গ্রেটার ম্যানচেস্টারের সকল অধিবাসীদেরকে পর্যায়ক্রমে এখানে এনে টিকা দেয়া হবে। তবে এই ক্ষেত্রে এন এইস এস জিপিদের পরামর্শ অনুযায়ী টিকা কর্মসূচি পালন করবে।
প্রাথমিক পর্যায়ে বৃদ্ধ ও সুল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেয়া হবে। এই বিষয়ে ইংল্যান্ডের চীফ নার্সিং স্টাফ লিবি ম্যাকমানুছ বলেন ‘ আমরা সর্বদিকে প্রস্তুত আছি। সব কিছু ঠিক থাক মতো চললে আগামী মাসের এই সময়ে প্রতিদিন গড়ে ১০০০ জনকে করোনা টিকা দেয়া সম্ভব হবে।’





