যুক্তরাজ্যে আবারো লকডাউন বিরোধী বিক্ষোভ।
রাজধানী লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে কমপক্ষে ১৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সেইভ আওয়ার রাইট ইউকে নামক গ্রুপটি শনিবার সেন্ট্রাল লন্ডনের মার্বেল আর্চ থেকে বিক্ষোভ শুরু করে।
মেট পুলিশ জানায় তারা বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানালেও বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লকডাউন আইন ভঙ্গসহ, অন্যান্য অপরাধে জড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ৬০ জনকে আটক করে পুলিশ।
এদিকে বিক্ষোভকারীরা ক্রিসমাসের কাপড় পরে মাস্ক ছাড়াই নানান স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের সাথে পুলিশও অক্সফোর্ড সার্কাস, কারনেবা স্ট্রিট এবং রিজেন্ট স্ট্রিটে দৌড়াতে দেখা যায়। ফলে কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ করে দেয়া।
বিক্ষোভকারী নাগরিক অধিকার ফিরিয়ে দিতে ফ্রিডম ফ্রিডম বলে স্লোগান দিতে শোনা যায়।





