#সিলেট বিভাগ

চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা।

সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৪ টা ৪৫ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণসহ অন্যান্য জটিলতা নিয়ে গত ২১ নভেম্বর তিনি নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। গতকাল শনিবার ভোরে তিনি চলে যান না ফেরার দেশে। গতকাল বাদ আসর জানাযা শেষে নগরীর মানিকপীর (রহ.) এর মাজার টিলায় তার দাফন সম্পন্ন হয়।

ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লী এবং ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়া সংগঠনসহ সংগঠকবৃন্দ শোক জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *