#সাহিত্য ও সংস্কৃতি

গীতি কবিতা- রইস রহমান।

সব হারিয়ে আমি আজ হয়ে গেছি শূন্য
মনে যে গভীর ব্যথা বন্ধু তোমার জন্য
চেয়েছি হতে ধন্য, ও বন্ধু তোমার জন্য।

জনম গেল বৃথা কাজে
চার্চেরই শেষ ঘন্টা বাজে
আঁধার ভরা জীবন মাঝে
হলনা কোন পূণ্য, ও বন্ধু তোমার জন্য।

শুধু ভেবে গেল বেলা
করেছি খুব অবহেলা
কাটিয়েছি করে খেলা
রইসের মন ভরা দৈন্য, ও বন্ধু তোমার জন্য।
সব হারিয়ে আমি আজ হয়ে গেছি শূন্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *