ডেনটনে এক মহিলা ছুরিকাহত।
ম্যানচেস্টার সিটির ডেনটন এলাকায় ৪০ উর্ধ এক মহিলা ছুরি হামলার শিকার হয়েছেন। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১:৩০ মিনিটে তাদের কাছে এক জরুরি কল আসে ডেনটনের এসওয়ার্থ রোড থেকে। পুলিশের রেপিড রেস্পন্স টীম সেখানে পৌঁছে ছুরিকাহত এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি আশঙ্কা মুক্ত আছেন বলে জানা যায়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ আরো জানায়, এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। তারা এই মুহূর্তে পুরো রোডটি সীল করে দিয়েছে। প্রাথমিক অনুসন্ধানে বিষয়টিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই পুলিশ মনে করছে। পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ফরেনসিক টীমকে সহযোগিতার জন্যে ডেকে পাঠানো হয়েছে। আহত মহিলার পরিচয় এখনো পাওয়া যায় নি।





