#সিলেট বিভাগ

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের ৬ জন স্থান পেয়েছেন।

জাতীয় সম্মেলনের এক বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে স্থান পেয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনসহ সিলেটের ৬ জন।

গত শনিবার বিকেলে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে বৃহত্তর সিলেট থেকে যারা স্থান পেয়েছেন, তারা হলেন-আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. মিছির আলী, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন ও নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু মিয়া।

এদিকে, নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে নগরের জেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা গিয়ে শেষ হয়।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে মিছিলে জেলা যুবলীগের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *